সাবিনার জন্য খেলবে মেয়েরা

গত সেপ্টেম্বরে না ফেরার দেশে চলে যাওয়া সতীর্থ সাবিনা ইয়াসমিনকে ফাইনালের আগে মনে পড়ছে মারিয়া-নীলাদের। অধিনায়ক মারিয়া মান্ডা জানালেন সাবিনার জন্যই সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ জিততে নামবে বাংলাদেশ।

মোহাম্মদ জুবায়েরমোহাম্মদ জুবায়েরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2017, 11:01 AM
Updated : 23 Dec 2017, 01:30 PM

টার্ফে হালকা অনুশীলন মেয়েরা সারল হাসিমুখে। হোটেলে ফেরার আগে নিলুফা ইয়াসমিন নীলা, মনিকা চাকমা, ঋতুপর্না চাকমা প্রত্যয়ী কণ্ঠে জানিয়ে গেলেন ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ জিততে আত্মবিশ্বাসী দল। সংবাদ সম্মেলনে অধিনায়ক মারিয়া মান্ডার কণ্ঠেও একই সুর; ভারতকে হারিয়ে হাসিমুখ ধরে রেখে টুর্নামেন্ট শেষ করতে চান তারা। ট্রফিটা উৎসর্গ করতে চান সাবিনাকে।

“সাবিনা আজ আমাদের সঙ্গে থাকতে পারত। সে থাকলে আমাদের দলটা আরও শক্তিশালী হত। আমরা সাবিনার জন্য খেলব এবং জিতে ট্রফিটা তার জন্যই উৎসর্গ করতে চাই।”

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আগামী রোববার বেলা দুইটায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ভারতকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল স্বাগতিকরা।

আরেকটু পেছনে তাকালে বয়সভিত্তিক পর্যায়ে ভারতের ওপর বাংলাদেশের মেয়েরা ছড়ি ঘোরাচ্ছে বেশ কিছু দিন ধরে। ২০১৬ সালে তাজিকিস্তানে হওয়া এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে সেরা হওয়ার পথে ভারতকে ৩-১ ও ৪-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

বয়সভিত্তিক পর্যায়ে দুই ইভেন্ট মিলিয়ে ভারতকে টানা চারবার হারানোর সুযোগ বাংলাদেশের সামনে। মারিয়া-নীলাদের সামনে আরও হাতছানি দিচ্ছে প্রথমবারের মতো হওয়া সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের সুযোগ।

টানা তিন জয়ে ফাইনালে উঠে আসায় আরও আত্মবিশ্বাসী মারিয়া, “আমরা গত তিনটা ম্যাচ জিতেছি। সামনে ফাইনাল। আমরা ভালো খেলার চেষ্টা করব। আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমরা সেটা দিয়েই খেলব। ভারত শক্তিশালী, আমরাও শক্তিশালী।”

“গত তিনটা ম্যাচ ভুলে গিয়ে ফাইনালে গিয়ে আমরা কিভাবে চ্যাম্পিয়ন হব, যে মিসগুলো হয়েছে, সেগুলো কিভাবে ঠিক করব, আমরা সেগুলো নিয়েই ভাবছি। ভারত শক্তিশালী, আমরাও সেভাবে প্রস্তুতি নিয়েছি। আমাদের চিন্তা থাকবে আমরা ১৫ মিনিটের মধ্যে গোল দিব।”

গত তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১২ গোল করা বাংলাদেশ একটা গোলও হজম করেনি। ডিফেন্ডার নীলা জানালেন রক্ষণ জমাট রেখে লক্ষ্যে পৌঁছানোর।

“গত তিন ম্যাচে যেভাবে খেলছি-ফাইনালে সেভাবে খেলে চ্যাম্পিয়ন হতে চাই। ফাইনালে আমাদের ওপর বাড়তি কোনো চাপ নেই। বরং আমাদের প্রতি সবার, দেশবাসীর সমর্থন আছে। এবার লিগ ম্যাচে একবার ওদের হারিয়েছি, এটা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। তবে জানি, ফাইনালে ওরাও লড়াই করবে কিন্তু আমরা নিজেদের খেলাটা খেলে জিততে চাই।”

দুই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া মনিকা চাকমার লক্ষ্য লিগ ম্যাচের মতো ফাইনালেও ভারতের জালে গোল উৎসব করা।

“একবার ওদের হারিয়েছি-আবারও হারাতে চাই। নিজেদের মধ্যে আমরা আলোচনা করেছি। আগের ম্যাচে যে ভুল হয়েছে, সেটা নিয়ে কোচ আমাদের কাজ করিয়েছেন। আগের ম্যাচে গোল করেছিলাম, ফাইনালেও গোল করতে চাই।”

মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমাও প্রত্যয়ী কণ্ঠে জানালেন মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে ভারতকে কোণঠাসা করে রাখতে। দর্শকদের মাঠে আসাটাও বাড়তি অনুপ্রেরণার বলেন জানান তিনি।

“মূল লক্ষ্য ছিল ফাইনাল খেলা। এখন আমরা বিজয় নিয়ে মাঠ ছাড়তে চাই। দর্শক বেশি মাঠে আসলে আমাদের জন্য কোনো চাপ হবে না। এটা আমাদের জন্য আরও বেশি অনুপ্রেরণার।”