'সেরাদের মধ্যে নেইমার-কাভানি'

পিএসজিতে দুই সতীর্থ নেইমার ও এদিনসন কাভানির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কিলিয়ান এমবাপে। তার মতে, কাভানি বিশ্বের অন্যমত সেরা স্ট্রাইকার আর বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার খুব কাছাকাছি আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2017, 09:49 AM
Updated : 23 Dec 2017, 09:49 AM

চলতি মৌসুমে রীতিমত উড়ছে পিএসজি। ৯ পয়েন্টের ব্যবধানে লিগ ওয়ানের শীর্ষে আছে তারা। দাপটের সঙ্গে নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো।

দলের এমন দুর্দান্ত পথ চলায় বড় অবদান নেইমার, কাভানি ও এমবাপের। চলতি মৌসুমে এখন পর্যন্ত দলের ৫৮ গোলের ৩৮টি এই আক্রমণত্রয়ীর।

অভিজ্ঞ দুই খেলোয়াড় নেইমার ও কাভানির কাছ থেকে প্রতিনিয়ত শিখছেন বলে জানালেন ১৯ বছর বয়সী এমবাপে।

"আমি প্রতিদিনই শিখছি। তারা যা কিছু করছে সেগুলো যত দ্রুত সম্ভব শেখার জন্য আমি এর সবকিছু দেখার চেষ্টা করি।"

"আপনার যখন কাভানির মতো খেলোয়াড় থাকবে যে আমার কাছে বিশ্বের সেরা স্ট্রাইকার এবং নেইমার থাকবে যার মধ্যে খুব শীঘ্রই বিশ্বসেরা হওয়ার সবকিছু আছে তখন আপনার অনেক কিছু শেখার থাকে। তাই আমি খুব কাছে থেকে তাদের দেখছি। তাদের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত।" 

তারকাসমৃদ্ধ আক্রমণভাগের নৈপুণ্যে এরই মধ্যে ইউরোপের সেরা প্রতিযোগিতায় নিজেদের সম্ভাবনার জানান দিয়েছে পিএসজি। সামনের দিনগুলোতে আরও বেশি প্রত্যাশার কথা শোনালেন এমবাপে।

"আমি মনে করি, আমরা আরও ভালো করতে পারি। পাঁচ মাস হলো আমরা একসঙ্গে খেলছি আর এই সময়ে আমরা অনেক কিছু করতে সক্ষম হয়েছিল।"