ক্লাসিকোয় নিজেদের ফেভারিট মানছেন না বার্সা কোচ

অগাস্টে রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হারানোর পর আর কোনো ম্যাচে হারেনি বার্সেলোনা। দারুণ ছন্দে ছুটে চলা দলটি লিগে চিরপ্রতিদ্বিন্দ্বীদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে গেছে। তারপরও ক্লাসিকোয় মাঠে নামার আগে নিজেদের ফেভারিট মানতে নারাজ কাতালান ক্লাবটির কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2017, 03:31 PM
Updated : 22 Dec 2017, 04:16 PM

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে শুরু হবে এবারের লা লিগার প্রথম ক্লাসিকো।

ম্যাচটির আগে পয়েন্ট টেবিলে বেশ ভালো অবস্থানে আছে বার্সেলোনা। ১৩ জয় ও তিন ড্রসহ ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৪২। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ১১ পয়েন্টে পিছিয়ে আছে চতুর্থ স্থানে।

শুক্রবার সংবাদ সম্মেলনে এই ম্যাচ প্রসঙ্গে ভালভেরদে বলেন, “আমি মনে করি না যে, আমরা ফেভারিট। এই ম্যাচগুলোর ক্ষেত্রে লিগ টেবিলের তেমন গুরুত্ব নেই। এগুলো খুবই বিশেষ ম্যাচ।”

“এটা দুদলের মধ্যে উত্তেজনার ব্যাপার। তাদের ঘরের মাঠের সুবিধা আছে, যা খুব গুরুত্বপূর্ণ। তাই আমি নিজেদের ফেভারিট বলব না, না।”

এই ম্যাচের জয়-পরাজয় লিগের শিরোপা নির্ধারক হবে না বলেও মনে করেন ভালভেরদে।

একই সময়ে হওয়া সংবাদ সম্মেলনে রিয়াল কোচ জিনেদিন জিদানও বলেন একই কথা। এখানে হারলে তাদের লিগ জয়ের সম্ভাবনা বাস্তবিক অর্থে প্রায় শেষই হয়ে যাবে। তবে সেটা মানতে নারাজ ফরাসি এই কোচ। এ প্রসঙ্গে প্রতিপক্ষের কোচের সঙ্গে কণ্ঠ মেলান ভালভেরদেও।