বার্সার বিপক্ষে খেলতে প্রস্তুত রোনালদো

বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দারুণ এক সুখবর পেয়েছে রিয়াল মাদ্রিদ। সব অনিশ্চয়তা দূরে ঠেলে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত পর্তুগিজ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2017, 02:43 PM
Updated : 22 Dec 2017, 04:18 PM

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় এবারের লা লিগার প্রথম ক্লাসিকোয় ঘরের মাঠে খেলবে রিয়াল।

গত শনিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা ম্যাচে কাফে চোট পান রোনালদো। তারপর টানা তিন দিন দলের সঙ্গে অনুশীলন না করায় বার্সেলোনার বিপক্ষে রোনালদোর খেলা নিয়ে শঙ্কা জাগে।

তবে শুক্রবার সংবাদ সম্মেলনে জিনেদিন জিদান জানিয়েছেন, পুরোপুরি ফিট হয়ে উঠেছেন দলের সেরা খেলোয়াড়। এদিন দলের সঙ্গে অনুশীলন করতেও দেখা গেছে এবারের ব্যালন ডি’অর জয়ীকে।

“সে ভালো আছে, শতভাগ ফিট। সে আজ অনুশীলন করেছে আর এটাই আমার দেখার বিষয়। একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচ আর ক্রিস্তিয়ানোর শুধু এটা নিয়েই ভাবতে হবে। ক্রিস্তিয়ানো যা করেছে আর এই ক্লাবে যা করছে তাতে যে সম্মান পাচ্ছে সে তার যোগ্য।” 

দীর্ঘ দিনের চোট কাটিয়ে ফেরা গ্যারেথ বেল ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালে বদলি হিসেবে খেলেছিলেন। বার্সেলোনার বিপক্ষে তাকে প্রথম একাদশে রাখবেন কি-না, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাননি কোচ জিদান।

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে থেকে শনিবার খেলতে নামবে এক ম্যাচ কম খেলা রিয়াল।