‘ক্লাসিকোয় ফেভারিট রিয়াল’

চলতি লা লিগার প্রথম ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকেই ফেভারিট হিসেবে দেখছেন পিএসজির কোচ উনাই এমেরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2017, 02:41 PM
Updated : 22 Dec 2017, 04:19 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দল দুটি।

ম্যাচটির আগে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে আছে বার্সেলোনা। ১৩ জয় ও তিন ড্রসহ ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৪২। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ১১ পয়েন্টে পিছিয়ে আছে চতুর্থ স্থানে।

বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে রিয়ালের খেলোয়াড়রা বেশ উজ্জীবিত। গত শনিবার প্রথম ক্লাব হিসেবে টানা দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে তারা।

দল দুটির লড়াই নিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে এমেরি বলেন, "তারা (রিয়াল) অনেক পয়েন্টে পিছিয়ে আছে। কিন্তু শনিবারের লড়াই জয়ে কোনো দল ফেভারিট থাকলে সেটা রিয়াল মাদ্রিদ। কারণ, তারা ঘরের মাঠে খেলবে। ক্লাসিকোতে নিজেদের মাঠের সুবিধাটা গুরুত্বপূর্ণ।" 

"তাছাড়া, লা লিগায় টিকে থাকতে খেলবে রিয়াল মাদ্রিদ। তাদের তিনটি পয়েন্ট দরকার। ঘরের মাঠের সুবিধাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে লা লিগায় আপনি আতলেতিকো মাদ্রিদকেও উড়িয়ে দিতে পারবেন না।"