বার্সার বিপক্ষে অনিশ্চিত রোনালদো

টানা তৃতীয় দিনেও দলের সঙ্গে অনুশীলন করেননি ক্রিস্তিয়ানো রোনালদো। তাতে বার্সেলোনার বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের সেরা তারকার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2017, 03:09 PM
Updated : 21 Dec 2017, 03:09 PM

শনিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা ম্যাচে কাফে চোট পান রোনালদো। তারপর থেকে দলের সঙ্গে অনুশীলন করেননি ওই ম্যাচের একমাত্র গোলটি করা পর্তুগিজ ফরোয়ার্ড।

বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, মাঠে একা অনুশীলন করেছেন রোনালদো।

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে থেকে এই ক্লাসিকোয় খেলতে নামবে এক ম্যাচ কম খেলা রিয়াল। এমন অবস্থায় এই ম্যাচে হারলে জিনেদিন জিদানের দলের লিগ জয়ের সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে। তাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে হারানোটা গতবারের চ্যাম্পিয়নদের জন্য হবে বিশাল এক ধাক্কা।

গ্রেমিওর বিপক্ষে ম্যাচের পর অবশ্য ক্লাসিকোয় অবশ্যই খেলবেন বলে আশা প্রকাশ করেছিলেন রোনালদো।

“আমি দ্বিতীয়ার্ধে কাফে একটা সমস্যা অনুভব করেছিলাম, তারপরও খেলা চালিয়ে যায়। শনিবার আমি ভালো থাকব।”