জয়ে ফিরল সাইফ স্পোর্টিং

চার্লস এডওয়ার্ড উইলিয়াম শেরিংহ্যাম ও জুয়েল রানার গোলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে টিম বিজেএমসিকে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2017, 03:06 PM
Updated : 21 Dec 2017, 03:06 PM

দ্বিতীয় পর্বে ২-০ ব্যবধানে জেতা সাইফ প্রথম পর্বে গোলশূন্য ড্র করেছিল ব্রাদার্সের সঙ্গে। দুই ম্যাচ পর জিতল রায়ান নর্থমোরের দল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের ষোড়শ মিনিটে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। মতিন মিয়ার বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড শেরিংহ্যাম।

একটু পর পোস্ট পথ আগলে দাঁড়ালে ব্যবধান দ্বিগুণ করে নিতে পারেনি সাইফ। ডি বক্সের বাঁ দিক থেকে মেরাজ হোসেনের বাঁ পায়ের জোরালো শট দূরের পোস্টে লেগে ফেরে।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেঁচে যায় সাইফ স্পোর্টিং। ডিফেন্ডার ইমরান হোসেন রিমনের বল বিপদমুক্ত করার প্রচেষ্টা আত্মঘাতী গোল হতে বসেছিল। ক্রসবারে লেগে ফিরলে এগিয়ে থাকে নবাগত দলটি।

৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় সাইফ স্পোর্টিং। বাঁ দিক থেকে মোহাম্মদ ইব্রাহিমের বাড়ানো ক্রসে দূরের পোস্টে থাকা জুয়েল বুটের তলার দিয়ে নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন।

১৮ ম্যাচে নবম জয় পাওয়া সাইফ ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। ১৭ পয়েন্ট নিয়ে বিজেএমসি সপ্তম।

বৃহস্পতিবার প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র।