‘কৌতিনিয়ো এলে বার্সার জন্য দারুণ হবে’

লিভারপুলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়োকে দলে টানার জোর চেষ্টা করে ব্যর্থ হলেও হাল ছাড়েনি বার্সেলোনা। আসছে জানুয়ারির দল-বদলে তাকে কাতালান ক্লাবটিতে পাওয়ার আশা করছেন দলটির মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2017, 02:09 PM
Updated : 21 Dec 2017, 03:35 PM

সবশেষ দল-বদলে কৌতিনিয়োকে পেতে বার্সেলোনার দেওয়া তিনটি প্রস্তাব ফিরিয়ে দেয় লিভারপুল। স্পেনের অন্যতম সেরা ক্লাবটিতে যোগ দিতে নিজেও আগ্রহী ছিলেন এই মিডফিল্ডার।

সংবাদ মাধ্যমে গুঞ্জন, ২৫ বছর বয়সী এই খেলোয়াড়কে আসছে দল-বদলে আবারও দলে টানতে প্রস্তাব দেবে বার্সেলোনা।

২৫ বছর বয়সী কৌতিনিয়ো কাম্প নউয়ে এলে তার সঙ্গে প্রথম একাদশে জায়গা পাওয়ার লড়াইটা মূলত হবে ইনিয়েস্তার। তবে সেসব নিয়ে ভাবছেন না স্পেনের অভিজ্ঞ এই প্লেমেকার।

“আমি তাকে দারুণ একজন খেলোয়াড় হিসেবে দেখি যে দুই পা ব্যবহার করতে পারে, গোল তৈরি করতে পারে…তার খেলার ধরন অনেকটাই আমাদের মতো। শেষ পর্যন্ত যদি সে আসে তাহলে দারুণ একটা চুক্তি হবে।”

“আমি তাকে আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে নয় বরং ক্লাবের জন্য শক্তি বৃদ্ধি পাওয়া হিসেবে দেখি।”