নেইমারকে ধন্যবাদ এমবাপের

মোনাকো থেকে ধারে এসে পিএসজিতে দ্রুত নিজেকে মানিয়ে নিয়েছেন কিলিয়ান এমবাপে। হয়ে উঠেছেন প্রথম একাদশের নিয়মিত সদস্য। প্যারিসের ক্লাবটিতে এত অল্প সময়ের মধ্যে মানিয়ে নিতে সহযোগিতা করায় সতীর্থ নেইমারকে ধন্যবাদ জানিয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2017, 02:30 PM
Updated : 19 Dec 2017, 02:30 PM

অগাস্টের শুরুতে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে নেইমারকে দলে টানে পিএসজি। ওই মাসেই ক্লাবটিতে নাম লেখান এমবাপে।

নতুন ঠিকানায় শুরু থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলছেন তারা দুজন। লিগে এখন পর্যন্ত এমবাপে ৭ ও নেইমার ১১ গোল করেছেন। দুর্দান্ত খেলে চলেছেন গত মৌসুমে দলের সেরা গোলদাতা এদিনসন কাভানিও। এই আক্রমণত্রয়ীর কাঁধে ভর করে যেন উড়ছে পিএসজি। দাপটের সঙ্গে নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো। আর লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে উনাই এমেরির দল।

অল্প সময়ের মধ্যে পিএসজিতে মানিয়ে নেওয়ার পেছনে নেইমারের অবদান অকপটে স্বীকার করলেন বুধবার ১৯তম জন্মদিন পালন করতে যাওয়া এমবাপে।

“নেইমার দ্রুতই আমাকে তার ছায়াতলে নেয়। আমাকে দলে টেনে নেয়।”

অল্প বয়সেই তারকা খেলোয়াড় হয়ে যাওয়ায় কিশোর বয়সের স্বাভাবিক জীবন-যাপন করতে না পারার আফসোস এমবাপের কণ্ঠে।

“খুব বেশি বাইরে যেতে পারি না দেখে আমি অনেক বন্ধু বাড়িতে নিয়ে আসি। আমরা খেলি, হাসিঠাট্টা করি। ফুটবলের বাইরে আমরা অন্যসব বিষয় নিয়ে ভাবি। শুধু এই মুহূর্তগুলোতেই আমি আমার বয়সের একটা ছেলের মতো আচরণ করতে পারি।”