আবাহনীর কষ্টের জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে আরামবাগ ক্রীড়া সংঘকে কষ্টে হারিয়েছে আবাহনী লিমিটেড। সানডে চিজোবার একমাত্র গোলে জিতেছে শিরোপাধারীরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2017, 12:53 PM
Updated : 19 Dec 2017, 02:28 PM

প্রথম পর্বে আরামবাগকে ২-১ গোলে হারানো আবাহনী লিগে টানা ছয় ম্যাচ জয়ের স্বাদ পেল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকা আবাহনী সুযোগ কাজে লাগাতে পারছিল না। ৩৫তম মিনিটে ওয়ালী ফয়সালের ফ্রি কিকে সানডের হেড ফিরিয়ে শিরোপাধারীদের হতাশ করেন গোলরক্ষক আজম খান।

প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণের ভুলে এগিয়ে যায় আবাহনী। ইমন মাহমুদের বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে সহজে পরাস্ত করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে।

দ্বিতীয়ার্ধে পোস্টের বাধায় ব্যবধান দ্বিগুণ করে নিতে পারেনি আবাহনী। ৭০তম মিনিটে রুবেল মিয়ার লবে সানডের হেড দূরের পোস্টে লাগে।

একটু পর রুবেলের বাড়ানো ক্রসে টোকা দেওয়ার মতো কেউ ছিল না।

১৮ ম্যাচে ৪২ পয়েন্ট আবাহনীর। এক ম্যাচ কম খেলা চট্টগ্রাম আবাহনীর পয়েন্টও ৪২।

১৮ ম্যাচে ১১তম হারের স্বাদ পাওয়া মারুফুল হকের আরামবাগ ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে।