লা লিগায় ভিএআর প্রযুক্তি না থাকায় বার্সা কোচের ক্ষোভ

দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লুইস সুয়ারেসের একটি গোল রেফারি না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন এরনেস্তো ভালভেরদে। লা লিগায় ভিএআর প্রযুক্তি ব্যবহার না করাটা বার্সেলোনা কোচের কাছে অদ্ভুত ঠেকছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2017, 04:19 PM
Updated : 18 Dec 2017, 04:19 PM

কাম্প নউয়ে রোববার রাতে স্পেনের শীর্ষ লিগে দেপোর্তিভোকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। এতে পাওলিনিয়োর পাশাপাশি জোড়ো গোল করেন সুয়ারেসও। প্রথমার্ধের শেষ দিকে রেফারি একটি গোল না দেওয়ায় হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন উরুগুয়ের এই খেলোয়াড়।

প্রথমার্ধের শেষ দিকে পোস্টের খুব কাছ থেকে দুরূহ কোণ থেকে সুয়ারেসের কিক গোলরক্ষক ফেরান। কিন্তু ভিডিও রিপ্লেতে দেখা যায় বল গোললাইন অতিক্রম করছিল।

ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে একমাত্র লা লিগাতেই ব্যবহার করা হয় না গোল-লাইন টেকনোলজি অথবা ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। স্পেনের শীর্ষ লিগের অফিসিয়ালদের প্রযুক্তির এমন অভাব দেখে হতভম্ব ভালভেরদে।  

সাংবাদিকদের তিনি বলেন, “আমি এটা দেখিনি, কিন্তু প্রযুক্তির সহায়তায় আপনি জানতে পারবেন বলটা লাইন অতিক্রম করলো কী-না।”

“আমি বুঝতে পারছি না কেন লা লিগায় এটা ব্যবহার করা হয় না।”

"এই সরঞ্জাম অবশ্যই খুব ব্যয়বহুল হবে। কিন্তু এটা অযৌক্তিক যে আমাদের এটা নেই। আমরা দেরি করে ফেলেছি, এতে এটাই বোঝায়।”

অবশ্য গত মাসেই দ্য রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী মৌসুম থেকে লা লিগায় ভিএআর প্রযুক্তি কার্যকর করা হবে।