ক্লাসিকোতে নেই বার্সার আলকাসের

দেপোর্তিভো লা করুনার বিপক্ষে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন বার্সেলোনার পাকো আলকাসের। চলতি লা লিগায় প্রথম ক্লাসিকোতে খেলা হচ্ছে না এই ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2017, 01:41 PM
Updated : 18 Dec 2017, 01:41 PM

কাম্প নউয়ে রোববার রাতে স্পেনের শীর্ষ লিগে দেপোর্তিভোকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। ম্যাচের ২৩ তম মিনিটে বাঁ পায়ে পেশীর চোট নিয়ে মাঠ ছাড়েন আলকাসের। তার বদলি হিসেবে মাঠে নামানো হয় আলেইশ ভিদালকে।

সান্তিয়াগো বের্নাবেউয়ে আগামী শনিবার ক্লাসিকোয় রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, চোটের কারণে ম্যাচটিতে খেলা হবে না আলকাসেরের। ৪ জানুয়ারি সেল্তা ভিগোর বিপক্ষে কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগেও খেলার তেমন সম্ভাবনা নেই ২৪ বছর বয়সী এই খেলোয়াড়ের। সবকিছু ঠিক থাকলে ৭ জানুয়ারি লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরতে পারেন আলকাসের।

আক্রমণভাগের এই খেলোয়াড়কে নিয়ে ক্লাসিকোর আগে বার্সেলোনার চোট পাওয়া খেলোয়াড়দের তালিকা আরও লম্বা হলো। আগে থেকেই হ্যামস্ট্রিংয়ের চোটে আছেন উসমানে দেম্বেলে, হাঁটুর চোটে ভুগছেন জেরার্দ দেউলোফেউ ও রাফিনিয়া।