ফুটবলকে বিদায় কাকার

এসি মিলান, রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ও ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য কাকা ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2017, 12:02 PM
Updated : 18 Dec 2017, 12:02 PM

ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর হয়ে ক্যারিয়ার শুরু করা এই মিডফিল্ডার সবশেষ খেলেন মেজর লিগ সকারের দল অরল্যান্ডো সিটির হয়ে। অক্টোবরে ক্লাবটির মৌসুম শেষ করা ম্যাচটিই কাকার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

৩৫ বছর বয়সী এই খেলোয়াড়কে পরিচালকের ভূমিকায় মিলান পেতে চায় বলে নভেম্বরে গুঞ্জন শোনা যায়।

বিশ্বকাপ, ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডি’অর – এই ট্রেবল জয়ী ইতিহাসের আট ফুটবলারের একজন তিনি। বাকিরা হলেন- ববি চার্লটন, জার্ড মুলার, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, পাওলো রস্সি, জিনেদিন জিদান, রিভালদো ও রোনালদিনিয়ো।

একজন ধর্মপ্রাণ খ্রিস্টান কাকা নিজের অবসর প্রসঙ্গে রোববার টুইটারে এক পোস্টে লেখেন, “ফাদার, আমি যতটা কল্পনা করেছিলাম এর চেয়ে এটা অনেক বেশি ছিল। আপনাকে ধন্যবাদ! এখন আমি পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত।”

দারুণ ড্রিবল, ফিনিশিং ও অন্যদের দিয়ে গোল করানোর জন্য খ্যাতি পাওয়া কাকা ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে করেন ২৯ গোল। ২০০২ সালে জিতেন বিশ্বকাপ। ২০০৭ সালে মিলানের হয়ে জিতেন চ্যাম্পিয়ন্স লিগ। একই বছর জিতেন বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর।