ভুটানের বিপক্ষেও আক্রমণাত্মক ছক বাংলাদেশের

ভুটানকে হারাতে পারলে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। সে লক্ষ্য পূরণে দ্বিতীয় ম্যাচেও আক্রমণাত্মক খেলার ছক কষছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2017, 10:39 AM
Updated : 18 Dec 2017, 01:34 PM

আগামী মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় মুখোমুখি হবে দুই দল। ভারতের কাছে ৩-০ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করা ভুটান মানসিকভাবে পিছিয়ে। অন্যদিকে নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে কোচ রব্বানী প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না।

“ভুটান প্রথম ম্যাচে হারলেও তাদের আমরা মোটেও হালকাভাবে নিচ্ছি না। তারাও শক্তিশালী দল। এ ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, ভুটানকে হারাতে পারলে আমাদের ফাইনাল খেলা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। ম্যাচটিকে তাই আমরা সেমি-ফাইনাল হিসেবে নিচ্ছি।”

“নেপাল ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে, এ ম্যাচেও একইভাবে খেলবে। আগের ম্যাচের মতোই মেয়েরা আক্রমণাত্মক খেলবে। নিজেদের সেরাটা দিবে।”

ফুরফুজে মেজাজে সোমবার ৫০ মিনিটের হালকা অনুশীলন সেরেছে বাংলাদেশ।

“গতকাল একটা টাফ ম্যাচ ছিল। কাল আবার আরেকটি ম্যাচ। এ কারণে মূলত রিকোভারির দিকেই বেশি দৃষ্টি দেওয়া হয়েছে। দলের সবাই ভালো আছে। কোনো ইনজুরি সমস্যা নেই। আগের ম্যাচে আমরা বেশ কিছু গোল মিস করেছি, সেটা নিয়ে মেয়েদের বুঝিয়ে দিয়েছি।”

“ভুটান আগের ম্যাচে কি করেছে, সেটা নিয়ে আমাদের খুব বেশি ভাবনা নেই। আমার চাওয়া, ৩ পয়েন্ট পাওয়া নিশ্চিত করতে মেয়েরা এ ম্যাচেও তাদের সর্বোচ্চটা দিবে।”

চার দলের এই প্রতিযোগিতা হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ‍দুই দল শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। ৩ পয়েন্ট করে নিয়ে গোল পার্থক্যে শীর্ষে আছে বাংলাদেশ; দ্বিতীয় স্থানে ভারত।