‘রোনালদো কিংবদন্তি, সেরাদের একজন’

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোকে একজন কিংবদন্তি ও ফুটবল ইতিহাসে সর্বকালের সেরাদের একজন হিসেবে উল্লেখ করেছেন ক্লাবটির অধিনায়ক সের্হিও রামোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2017, 09:50 AM
Updated : 18 Dec 2017, 10:41 AM

চলতি মাসের শুরুতে পঞ্চম ব্যালন ডি’অর জিতেন রোনালদো। ছুঁয়ে ফেলেন বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসির রেকর্ড।

গত শনিবার আবু ধাবিতে রোনালদোর একমাত্র গোলেই ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওকে হারিয়ে প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়ে রিয়াল। চলতি বছরে জিনেদিন জিদানের দল ঘরে তুলে পঞ্চম শিরোপা।

একের পর এক রেকর্ড গড়ে যাওয়া সতীর্থ রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা করলেন রামোস। তার দৃষ্টিতে, পর্তুগালের এই ফরোয়ার্ড এখন পর্যন্ত দেখা বিশ্বের যেকোনো ফরোয়ার্ড থেকে আলাদা।

“আমাদের সাত নম্বর জার্সিধারী এমন এক স্ট্রাইকার যা এর আগে আমরা কখনও দেখিনি।”

“এরই মধ্যে সে একজন কিংবদন্তি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একজন হিসেবে স্বীকৃত হবে সে। দলে ক্রিস্তিয়ানো রোনালদোর খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। প্রত্যেকেই এটাকে সম্মান করে।”

এবারের মৌসুমে এখনও নিজের সেরাটা খুঁজে ফেরা রোনালদো সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ২১ ম্যাচে করেছেন ১৬ গোল।