রিয়ালকে ‘গার্ড অব অনার’ দেবে না বার্সেলোনা

ক্লাব বিশ্বকাপ জেতায় রিয়াল মাদ্রিদকে বার্সেলোনার ‘গার্ড অব অনার’ দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু বার্সেলোনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ধরনের কোনো চিন্তাই নেই তাদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2017, 08:58 AM
Updated : 18 Dec 2017, 10:36 AM

গত শনিবার রাতে ব্রাজিলের দল গ্রেমিওকে রোনালদোর একমাত্র গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জেতে রিয়াল। আগামী শনিবার লা লিগায় ক্লাসিকো খেলতে রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে যাবে বার্সেলোনা।

বার্সেলোনার পরিচালক গিয়ের্মো আমোর ক্লাসিকোয় রিয়ালকে গার্ড অব অনার দেওয়ার বিষয়টি উড়িয়ে দেন।

“আমরা এটা পরিষ্কার করে দিচ্ছি যে, আমরা তখনই এটা করি, যখন আমরা ওই প্রতিযোগিতায় থাকি। এ ক্ষেত্রে সেটা হয়নি।”

দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলে হারানোর পর একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন এরনেস্তো ভালভেরদে। বার্সেলোনা কোচও অভিন্ন সুরেই কথা বলেছেন।

“আমরা ম্যাচটা মাত্র শেষ করলাম। আমি এ বিষয় নিয়ে ভাবিইনি।”

চলতি লা লিগায় ১৬ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে আছে। এক ম্যাচ কম খেলা রিয়ালের চেয়ে ভালভেরদের দল এগিয়ে ১১ পয়েন্ট।