মোহামেডানের স্বস্তির ড্র

পিছিয়ে পড়ার পর পেনাল্টি থেকে পাওয়া গোলে ড্র করার স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2017, 03:45 PM
Updated : 17 Dec 2017, 03:46 PM

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুই দলের দ্বিতীয় পর্বের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। প্রথম পর্বে ৩-১ গোলে জিতেছিল মোহামেডান।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ম্যাচের গোলশূন্য প্রথমার্ধে আলোকস্বল্পতায় খেলা বন্ধ থাকে। ফ্লাডলাইটের সবগুলো বাতি জ্বলছিল না; ভারী কুশায়ার কারণে আলোর পরিমাণ কমে এসেছিল আরও। ১৯তম মিনিটের সময় আলোকস্বল্পতার কারণে খেলতে অস্বীকৃতি জানায় বিজেএসমি। ৫৫ মিনিট খেলা বন্ধ থাকার পর কুয়াশা একটু কমে যাওয়ায় আলো বাড়ে। মাঠেও ফেরে বিজেএমসি।

৭০তম মিনিটে এগিয়ে যায় বিজেএমসি। বাঁ দিক থেকে আক্রমণে ওঠা নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে ওশিওকা আড়াআড়ি শটে গোলরক্ষককে পরাস্ত করেন।

পাঁচ মিনিট পর স্পট কিক থেকে মিন্টু শেখ লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে মোহামেডান। ডি-বক্সের মধ্যে কিংসলে চিগোজিকে জহিরুল ইসলাম ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

১৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে মোহামেডান। ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বিজেএমসি।

রোববার প্রথম ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারানো শেখ রাসেল ক্রীড়া চক্র ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে।