ইন্দোনেশিয়ান মাস্টার্সে ৩০তম সিদ্দিকুর

২০১৭ সালের শেষটা ভালো হয়নি সিদ্দিকুর রহমানের। যৌথভাবে ৩০তম স্থানে থেকে ইন্দোনেশিয়ান মাস্টার্স শেষ করেছেন বাংলাদেশের এই গলফার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2017, 01:33 PM
Updated : 17 Dec 2017, 01:33 PM

রয়েল জাকার্তা গলফ ক্লাবে রোববার চতুর্থ রাউন্ডে পাঁচটি বার্ডি ও তিনটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে সাত শট কম খেলে যৌথভাবে ৩০তম হন তিন জনের সঙ্গে।

সাড়ে সাত লাখ ডলার প্রাইজমানির এই আসরে পারের চেয়ে ২৯ শট কম খেলে সেরা হয়েছেন ইংল্যান্ডের জাস্টিন রোজ।

চলতি বছরে এটাই সিদ্দিকুরের এশিয়ান ট্যুরের শেষ প্রতিযোগিতা। এ বছর খেলা ১৯টি প্রতিযোগিতায় চেনা মাঠ কুর্মিটোলা গলফ কোর্সে বাংলাদেশ ওপেনে দ্বিতীয় হওয়াই সেরা সাফল্য তার।