মৌসুমের ছয় শিরোপা জয়ের স্বপ্ন জিদানের

ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের পর রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানের লক্ষ্য এখন মৌসুমের ছয় শিরোপার সবগুলো জয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2017, 10:37 AM
Updated : 17 Dec 2017, 10:40 AM

আবু ধাবিতে শনিবার রাতে ক্রিস্তিয়ানো রোনালদোর একমাত্র গোলে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওকে হারিয়ে টানা দ্বিতীয়বার ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে রিয়াল।

চলতি মৌসুমে এটা ক্লাবটির তৃতীয় শিরোপা। মৌসুমের শুরুতেই উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জিতে জিদানের দল।  

দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন ক্লাবটির বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ ছিল রিয়ালের খেলা। দ্বিতীয়ার্ধে রোনালদোর ফ্রি-কিকে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেনের সবচেয়ে সফল এই ক্লাব।

চলতি মৌসুমে এরই মধ্যে তিনটি শিরোপা জিতলেও তৃপ্ত হচ্ছেন না জিদান। কোপা দেল রে, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও নিজেদের করে নেওয়ার আশা তার। তা হলে এক মৌসুমে সম্ভাব্য ছয় শিরোপার সবগুলোই ঘরে তোলা হবে রিয়ালের।

সাংবাদিকদের জিদান বলেন, “আমাদের এই স্বপ্নটা (ছয় শিরোপা জয়ের) আছে, এটা সত্যি হবে।”

“আমরা মৌসুমের তৃতীয়, বছরের পঞ্চম শিরোপা অর্জন করে ফেলেছি। আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমরা চালিয়ে যাবো। অবশ্যই আমরা এই শিরোপা উপভোগ করবো, বিশ্রাম নিব এবং মৌসুমের বাকিটা নিয়ে আবারও ভাববো। আমরা খুশি। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন জানাতে হবে।”