লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।
শহীদ ক্যাপ্টেন মনসুর আলি জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার পুরুষ বিভাগের ফাইনালে ৩২-২০ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে হারায় বিজিবি। জয়ী দলের সাগর মিয়া সর্বোচ্চ ১০ গোল করেন।
মহিলা বিভাগে বিজেএমসির শিরিনা ও পুরুষ বিভাগে বিজিবির তারেক সেরা খেলোয়াড় হয়েছেন।