সবার চোখে ‘ফেভারিট’ বাংলাদেশ

নেপাল কোচ গঙ্গা গুরংয়ের দৃষ্টিতে বাংলাদেশ ‘সবচেয়ে শক্তিশালী’। ভুটান কোচ ‍সুন জি লির চোখে বাংলাদেশ ‘তাদের চেয়ে এগিয়ে’। আগের দুই হারের অভিজ্ঞতা থেকে ভারত কোচ ময়মল রকি একবাক্যে বলে দিলেন বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ ভালো করছে। সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ানোর আগে তিন দলের দৃষ্টিতে ‘ফেভারিট’ গোলাম রব্বানী ছোটনের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2017, 11:00 AM
Updated : 16 Dec 2017, 12:32 PM

আগামী রোববার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চার দল নিয়ে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। শনিবার চার দলের সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার স্বাগতিক বাংলাদেশ নিয়ে প্রতিপক্ষ তিন দলের কোচ তাদের ভাবনা জানান।

গত বছর তাজিকিস্তানের হওয়া এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে গ্রুপে বাংলাদেশের কাছে ৩-১ ব্যবধানে হারে ভারত। ফাইনালেও বাংলাদেশ সেরা হয়েছিল ভারতকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে। ওই দুই হারের প্রসঙ্গ টেনে ভারত কোচ রকি বললেন বাংলাদেশের উন্নতির কথা।

“বাংলাদেশ ভালো দল। শেষবার তাদের কাছে আমরা হেরেছি। তবে এখানে আসা সব দলই সাফল্য পাওয়ার জন্য যথেষ্ঠ শক্তিশালী। বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ ভালো করছে। আশা করি, এবারের ফাইনালেও আমরা তাদের মুখোমুখি হব।”

“আমরা কলকাতায় ২৫ দিন ধরে প্রস্তুতি নিয়ে এই টুর্নামেন্টে এসেছি। সব দলই ভালো, তাদেরকে শ্রদ্ধা করি। ম্যাচ বাই ম্যাচ ভাবছি এবং প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ম্যাচের দিকে দৃষ্টি দিচ্ছি আমরা। ”

তাজকিস্তানের ওই আসরেই নেপালকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছিল মারিয়ারা। নেপাল কোচ গুরং প্রথম ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশের কৌশলগত দিক থেকে অনেক এগিয়ে থাকার কথাও জানালেন।

“এই টুর্নামেন্ট সামনে রেখে আমরা মাস দেড়েক প্রস্তুতি নিয়েছি। আমার দৃষ্টিতে এই টুর্নামেন্টে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী দল। তারা ট্যাকটিক্যালি অনেক এগিয়ে।”

“বাংলাদেশ ভালো দল। আমাদের দলের সবাই নতুন কিন্তু আমরাও প্রথম ম্যাচে তাদের বিপক্ষে সেরা ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী।”

অভিজ্ঞতা নিতে আসা ভুটান কোচ সুন জি লিও এগিয়ে রাখছেন বাংলাদেশকে, “এই প্রথম বাংলাদেশে এলাম। এই টুর্নামেন্টের জন্য আমরা খুব বেশি প্রস্তুতি নেইনি। প্রতিপক্ষ সম্পর্কে যতটুকু জানি, তারা আমাদের চেয়ে শক্তিশালী এবং ভালো।”

“যেহেতু ভুটানের মেয়েদের ফুটবল এগিয়ে চলছে, সেহেতু এই টুর্নামেন্ট আমাদের মেয়েদের জন্য অভিজ্ঞতা অর্জনের ভালো সুযোগ। যেটা তাদের সামনের দিনে কাজে লাগবে।”

সবাই যখন ফেভারিটের মুকুট পরিয়ে দিচ্ছে মাঠের লড়াই শুরুর আগে, তখন বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্ডা পা মাটিতেই রাখছেন।

“নিজেদের মাঠে খেলা। এই সুযোগ কাজে লাগাতে সর্বশক্তি নিয়ে আমরা খেলতে নামব। জয়ের চেষ্টা করব। আমাদের কাছে কেউই সহজ প্রতিপক্ষ নয়, সবাই শক্তিশালী।”