রিয়ালের বিপক্ষে অনিশ্চিত বার্সার দেউলোফেউ

হাঁটুতে চোট পেয়ে প্রায় ১০ দিনের জন্য ছিটকে গেছেন বার্সেলোনার ফরোয়ার্ড জেরার্দ দেউলোফেউ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2017, 09:07 AM
Updated : 17 Dec 2017, 04:27 AM

শুক্রবার অনুশীলনে দেউলোফেউয়ের বাঁ-পায়ের লিগামেন্টে টান লাগে। ফলে রোববার কাম্প নউয়ে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে খেলতে পারবেন না স্পেনের এই উইঙ্গার। আগামী শনিবার রিয়াল মাদ্রিদের মাঠে হতে যাওয়া এবারের লা লিগার প্রথম ক্লাসিকোতেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জুনে এভারটন থেকে কাম্প নউয়ে ফেরার পর দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচ খেলেছেন দেউলোফেউ।

সম্প্রতি অবশ্য দলে জায়গা হারিয়েছেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। লিগের গত দুই ম্যাচে ছিলেন না দলে। চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিং লিসবনের বিপক্ষে দলে থাকলেও তাকে খেলাননি কোচ এরনেস্তো ভালভেরদে।

পয়েন্ট টেবিলের ১৭তম স্থানে থাকা দেপোর্তিভোর বিপক্ষে ফেরার সম্ভাবনা রয়েছে আন্দ্রেস ইনিয়েস্তা ও হাভিয়ের মাসচেরানোর। রোববার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে ম্যাচটি।

অনেক দিন ধরে চোটের কারণে বাইরে থাকা উসমানে দেম্বেলে ও রাফিনিয়া পুরোপুরি অনুশীলনে ফিরলেও দেপোর্তিভোর বিপক্ষে তাদের খেলার সম্ভাবনা নেই।

১৫ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ভালেন্সিয়া। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩৩। ২ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ।