এমবাপেকে কিনতে রিয়ালকে পরামর্শ দিয়েছিলেন মারাদোনা

কিলিয়ান এমবাপেকে কিনতে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসকে পরামর্শ দিয়েছিলেন দিয়েগো মারাদোনা। কিন্তু দলে ক্রিস্তিয়ানো রোনালদো থাকায় তরুণ ফরোয়ার্ডকে দলে টানেনি স্পেনের সফলতম ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2017, 02:04 PM
Updated : 15 Dec 2017, 02:04 PM

গত দল-বদলের বাজারে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে এমবাপের রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছিল। তবে পরে ধারে মোনাকো ছেড়ে পিএসজিতে যোগ দেন ফরাসি এই খেলোয়াড়।

প্যারিসের ক্লাবটিতে যোগ দেওয়ার কিছু দিনের মধ্যেই দলের প্রথম একাদশের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন এমবাপে। ২০১৬-১৭ মৌসুমে লিগ ওয়ান জয়ী ও চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে খেলা মোনাকোর হয়ে দুর্দান্ত খেলা এমবাপে এবারের ব্যালন ডি'অরের লড়াইয়ে সপ্তম হন।

এমবাপের প্রসঙ্গে মারাদোনা বলেন, “আমার কাছে ফুটবল বিশ্বে এমবাপে বড় এক চমক। আমি মনে করি, সে অনেক খেলোয়াড়কে ছাপিয়ে যাবে।”

“পেরেস কেন তাকে চুক্তিভুক্ত করেনি? ফিফায় আমাদের যখন দেখা হয়েছিল তখন আমি তাকে বলেছিলাম! তিনি আমাকে বলেছিলেন, ‘তুমি তো জানো আমাদের ক্রিস্তিয়ানো আছে’।”