সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের দলগুলো ঢাকায়

সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলতে শুক্রবার ঢাকায় পৌঁছেছে ভারত, ভুটান ও নেপাল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2017, 12:45 PM
Updated : 15 Dec 2017, 01:02 PM

আগামী রোববার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশসহ চার দল নিয়ে মাঠে গড়াবে এ আসর।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে এসেছে ভুটান দল; এসে তারা অনুশীলনও করেছে। ১১টার দিকে এসেছে ভারত। বিকালের দিকে নেপালে এসে পৌঁছেছে।”

১৭ ডিসেম্বর প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ভারত-ভুটান ও বাংলাদেশ-নেপাল। বাংলাদেশের পরের দুই ম্যাচ ১৯ ডিসেম্বর ভুটানের বিপক্ষে, ২১ ডিসেম্বরে ভারতের বিপক্ষে।

দল সংখ্যা কম হওয়ায় রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে ম্যাচ। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল ২৪ ডিসেম্বর নামবে শিরোপা লড়াইয়ে।