লিগ ওয়ানেও চালু হচ্ছে ‘ভিএআর’ প্রযুক্তি

ফ্রান্সের লিগ ওয়ানে আগামী মৌসুম থেকে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি চালু করা হবে। ফরাসি ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2017, 09:11 AM
Updated : 15 Dec 2017, 09:18 AM

গত মৌসুমে লিগ ওয়ানের রেলিগেশন প্লে-অফে পরীক্ষামূলকভাবে ভিএআর ব্যবহৃত হয়েছিল। জার্মানির বুন্ডেসলিগা ও ইতালির সেরি আয় প্রযুক্তিটি এরই মধ্যে চালু করা হয়েছে।

আর স্পেনের শীর্ষ লিগ লা লিগায় আগামী মৌসুম থেকে তা চালু করা হবে বলে নভেম্বরে জানায় দেশটির ফুটবল ফেডারেশন।

চলতি মৌসুমে ফরাসি লিগ কাপ ও ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে এই ভিডিও প্রযুক্তির ব্যবহার হবে। একই সঙ্গে গতবারের মতো লিগ ওয়ানের প্লে-অফেও তা থাকবে।