রিয়াল বাধায় শঙ্কিত নয় পিএসজি

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নের পথে নকআউট পর্বের শুরুতেই রিয়াল মাদ্রিদ বাধা। তবে তাতে পিএসজির যাত্রা বাধাগ্রস্ত হবে না বলে মনে করেন দলটির মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 12:58 PM
Updated : 14 Dec 2017, 12:58 PM

লিগ ওয়ানের শীর্ষে থাকা পিএসজি ইউরোপ সেরার মঞ্চে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে নকআউট পর্বে ওঠে। নেইমার, এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপেকে নিয়ে গড়া দুর্দান্ত আক্রমণভাগের দলটি গ্রুপ পর্বে সর্বোচ্চ ২৫টি গোল করেছে। আর ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হয়।

দুই লেগের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম পর্বে আগামী ফেব্রুয়ারিতে সান্তিয়াগো বের্নাবেউয়ে খেলার পরের মাসে নিজেদের মাঠে খেলবে পিএসজি।

টুর্নামেন্টের সফলতম ক্লাব ও গত চার মৌসুমে তিনবারের শিরোপাজয়ীদের বিপক্ষে লড়াইটা যে খুবই কঠিন হবে, জানেন পাস্তোরে। তবে নেইমার, কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানির মতো তারকারা দলে থাকায় নিজেদের সামর্থ্যেও যথেষ্ট আশাবাদী আর্জেন্টাইন মিডফিল্ডার।

“আমরা প্রতিযোগিতাটি জিততে চাই। রিয়াল মাদ্রিদ খুবই কঠিন দল। কিন্তু আমাদেরও ভালো একটি দল আছে।”