
বার্সার জন্য ‘হুমকি’ চেলসির মোরাতা ও হ্যাজার্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2017-12-12 16:11:40.0 BdST Updated: 2017-12-12 16:11:40.0 BdST
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে চেলসিকে শক্ত প্রতিপক্ষ মনে করছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে। বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ইংলিশ দলটির এডেন হ্যাজার্ড ও আলভারো মোরাতাকে।
আগামী ফেব্রুয়ারিতে শেষ ষোলোর দুই লেগের লড়াইয়ের প্রথম পর্ব হবে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে। পরের মাসে কাম্প নউয়ে হবে ফিরতি পর্ব।
গতবারের রানার্সআপ ইউভেন্তুসকে পিছনে ফেলে ‘ডি’ গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে ওঠে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। গ্রুপের ছয় ম্যাচে অপরাজিত থাকা দলটির রক্ষণভাগের পারফরম্যান্স ছিল অসাধারণ। ৯ গোল দেওয়ার বিপরীতে সবচেয়ে কম মাত্র ১ গোল খায় তারা। অন্যদিকে, ‘সি’ গ্রুপে রোমার পিছনে থেকে রানার্সআপ হয় আন্তোনিও কোন্তের দল চেলসি।
ইউরোপের ক্লাব পর্যায়ের শীর্ষ এই প্রতিযোগিতায় চেলসি পরিচিত প্রতিপক্ষ বার্সেলোনার। নকআউট পর্বে মোট ছয় মৌসুমে দেখা হয়েছে দল দুটির। আর তাতে অভিজ্ঞতা খুব একটা সুখের নয় কাতালান ক্লাবটি। হোম ও অ্যাওয়ে মিলে ১২ ম্যাচের চারটিতে জিতেছে চেলসি, তিনটিতে বার্সেলোনা। বাকি পাঁচ ম্যাচ হয় ড্র।
অতীত পরিসংখ্যান নিয়ে অবশ্য ভাবছেন না ভালভেরদে। তার ভাবনায় শুধুই বর্তমানের চেলসি। রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার মোরাতা ও বেলজিয়ামের হ্যাজার্ডকে নিয়ে সতর্ক স্প্যানিশ এই কোচ।
বার্সা টিভিকে ভালভেরদে বলেন, “কৌশলগত দিক থেকে তারা খুব ভালো এবং শারীরিকভাবে শক্তিশালী। মোরাতা থাকায় তাদের আক্রমণভাগে গতি আছে আর বিটুইন দ্য লাইন্সে হ্যাজার্ড খুব ভালো। তারা শক্তিশালী একটি দল।”
“আমাদের জন্য এটা কঠিন এক ড্র। কিন্তু আমরা জানতাম যে, কোনো কিছুই সহজ হবে না কারণ ড্রয়ে খুব ভালো ভালো দল ছিল।”
“কঠিন হলেও এটা আমাদের ও সমর্থকদের জন্য ভালো একটা লড়াই। আর সেদিক থেকে খেলোয়াড়দের অনুপ্রাণিত করাটা সহজ।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- সালাহর গোল্ডেন বুটের পেছনে ছুটতে দলকে মানা ক্লপের
- মৌসুম শেষেই আর্সেনাল ছাড়ছেন ভেঙ্গার
- নেইমারের চোখে বিশ্বকাপের মঞ্চে আলো কাড়বেন যারা
- বার্নলিকে হারিয়ে চেলসির প্রতিশোধ
- আতলেতিকোর হারে শিরোপার আরও কাছে বার্সা
- রাশিয়া বিশ্বকাপে বড় পর্দায় দেখান হবে ভিএআর রিপ্লে
- মেসিকে আঘাত না করে থামানোর রাস্তা খুঁজছেন মের্কাদো
- বেলের সাথে কোনো সমস্যা নেই: জিদান
- গ্রুপ সেরা হয়ে ক্লাব কাপের সেমিতে আবাহনী
- ভলিবলের মুকুট ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের
সর্বাধিক পঠিত
- কথা রাখলেন অনন্ত জলিল
- বোলিংয়ে বিবর্ণ সাকিব, গেইলের সেঞ্চুরি
- পেটানোর ভিডিও ভাইরাল, চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রনির পদত্যাগ
- নেইমারের চোখে বিশ্বকাপের মঞ্চে আলো কাড়বেন যারা
- আতলেতিকোর হারে শিরোপার আরও কাছে বার্সা
- তেলেঙ্গানায় বটবৃক্ষ বাঁচাতে ডালে ডালে ‘স্যালাইন বোতল’
- আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ হবে টি-টোয়েন্টির
- সুফিয়া কামাল হল থেকে মধ্যরাতে ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ
- বিয়ের আগে অতীত শারীরিক সম্পর্কের বিষয়ে কি জানানো উচিত?
- ‘ঠাগস অব হিন্দোস্তান’ চীনে মুক্তি দেওয়ার পরিকল্পনা
- মেসিকে আঘাত না করে থামানোর রাস্তা খুঁজছেন মের্কাদো
- খালেদার অবস্থা ‘প্রচণ্ড খারাপ’, স্বজনরাও সাক্ষাৎ পাননি
- বিপিএলে এবার একাদশে সর্বোচ্চ ৪ বিদেশি
- পাওয়া গেছে হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে
- টাইমের প্রভাবশালীদের তালিকায় শেখ হাসিনা