সাইফ স্পোর্টিংকে উড়িয়ে দিল মোহামেডান

দ্বিতীয়ার্ধের সুযোগগুলো কাজে লাগিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে ৩-০ ব্যবধানে জিতে প্রথম পর্বের হারের প্রতিশোধও নিয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2017, 02:55 PM
Updated : 10 Dec 2017, 03:00 PM

প্রথম পর্বে ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিগের নবাগত দল সাইফ স্পোর্টিং জিতেছিল ৩-২ ব্যবধানে।

রোববার জয়ের পর ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে মোহামেডান। ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সাইফ স্পোর্টিং।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের পঞ্চদশ মিনিটে জুয়েল রানার বাড়ানো বলে চার্লস এডওয়ার্ড উইলিয়াম শেরিংহ্যামের দুর্বল শট গোলক্ষকের গ্লাভসে জমে গেলে এগিয়ে যাওয়া হয়নি সাইফ স্পোর্টিংয়ের।

২১তম মিনিটে একজনকে কাটিয়ে ডি বক্সের ভেতর ঢুকে ওয়েডসেন আনসেলমের বাঁ পায়ের জোরালো শট গোলরক্ষক কর্নারের বিনিময়ে ফেরালে আবারও হতাশ হতে হয় সাইফ স্পোর্টিংকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় মোহামেডান। ৪৬তম মিনিটে ডান দিক থেকে বিপলু আহমেদের বাড়ানো ক্রসে কিংসলে চিগোজির ডাইভিং হেড ঠিকানা খুঁজে পায়।

প্রতিআক্রমণ থেকে দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নেয় তারা। বাঁ দিক থেকে আক্রমণে ওঠা হাইতির ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন জোরালো শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পৌঁছে দেন।

৫৭তম মিনিটে কিংসলে দ্বিতীয় গোল করলে সাইফ স্পোর্টিংয়ের ম্যাচে ফেরার আরও কঠিন হয়ে যায়। ডি বক্সের মধ্যে সাইফের ডিফেন্ডার তপু বর্মন বল বিপদমুক্ত করতে পারেননি। দ্রুত বল কেড়ে নিয়ে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড।

রোববার প্রথম ম্যাচে মাগালান আওয়ালার জোড়া গোলে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ ব্যবধানে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।