শেষ মুহূর্তের গোলে হার এড়াল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে ফের হোঁচট খেয়েছে আর্সেনাল। অবশ্য সাউথ্যাম্পটনের বিপক্ষে হারতে বসা ম্যাচের শেষ মুহূর্তে অলিভিয়ে জিরুদের গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াটাও আর্সেন ভেঙ্গারের দলের জন্য কম স্বস্তির নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2017, 01:58 PM
Updated : 11 Dec 2017, 10:02 AM

রোববার লিগ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এ নিয়ে লিগে টানা দুই ম্যাচ জয়শূন্য থাকলো আর্সেনাল। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ঘরের মাঠে ৩-১ গোলে হেরেছিল দলটি।

লিগের প্রথম ১৫ ম্যাচে ১৯ গোল খাওয়া ভেঙ্গারের দল সাউথ্যাম্পটনের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে। আবারও বাজে রক্ষণের কারণে গোলটি খায় তারা।

তৃতীয় মিনিটে জার্মান ডিফেন্ডার পের মার্টেসাকারের ভুল পাস ধরে দুসান তাদিচকে বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন চার্লি অস্টিন। ফিরতি বল পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ এই ফরোয়ার্ড।

৬১তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ওরিওল রোমেউয়ের জোরালো শট ক্রসবারে লাগলে সে যাত্রায় বেঁচে যায় আর্সেনাল।

৮৮তম মিনিটে দলকে সমতায় ফেরান জিরুদ। আলেক্সিস সানচেসের ক্রসে হেড করে কাঙ্ক্ষিত গোলটি করেন বদলি নামা ফরাসি এই স্ট্রাইকার।

১৬ ম্যাচে নয় জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে আর্সেনাল। ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে টটেনহ্যাম হটস্পার।