জাপানে শুটিংয়ে বাংলাদেশের বাজে দিন

জাপানের দশম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার পিস্তলের পুরুষ ও মহিলা ইভেন্টের ফাইনাল রাউন্ডে উঠতে পারেনি বাংলাদেশের কোনো প্রতিযোগী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2017, 11:56 AM
Updated : 10 Dec 2017, 11:56 AM

জাপানের ওয়াকো সিটিতে রোববার ১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফিকেশন রাউন্ডে ৫৬২ স্কোর গড়ে ৩৭ প্রতিযোগীর মধ্যে ২৯তম হন গত এসএ গেমসে স্বর্ণ জেতা শাকিল আহমেদ। ৫৫৪ স্কোর গড়ে আরেক শুটার আনোয়ার হোসেন হয়েছেন ৩৪তম। এই ইভেন্টের ফাইনালে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সর্বশেষ জনের স্কোর ৫৭৬।

মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে আরমিন আশা ৩৭৬ স্কোর নিয়ে ৩৮ প্রতিযোগীর মধ্যে ত্রয়োদশ হয়েছেন। ৩৭০ স্কোর নিয়ে আরেক শুটার আরদিনা ফেরদৌস হয়েছেন ২৩তম। এই ইভেন্টের ফাইনালে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সর্বশেষ জনের স্কোর ৩৭৯।