লিলকে হারিয়ে জয়ে ফিরল পিএসজি

অদম্য গতিতে ছুটে চলার পর হঠাৎ ছন্দপতন। পরপর দুটি ম্যাচে হেরে বসে পিএসজি। সে ধাক্কা কাটিয়ে ফরাসি লিগে লিলকে হারিয়েছে উনাই এমেরির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2017, 05:53 PM
Updated : 9 Dec 2017, 06:24 PM

শনিবার ঘরের মাঠে স্থানীয় সময় বিকালে শুরু হওয়া ম্যাচটি ৩-১ গোলে জিতেছে পিএসজি। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। স্বাগতিকদের গোল তিনটি করেন আনহেল দি মারিয়া, হাভিয়ের পাস্তোরে ও কিলিয়ান এমবাপে।

গত শনিবার লিগে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল স্ত্রাসবুরের কাছে ২-১ গোলে হারের তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের মাঠে ৩-১ ব্যবধানে হারে পিএসজি।

দলীয় আক্রমণে ম্যাচের প্রথম ভালো সুযোগটি কাজে লাগিয়ে পিএসজিকে এগিয়ে দেন দি মারিয়া। ২৮তম মিনিটে পাস্তোরের বাড়ানো বল ডি-বক্সে ডান দিকে ধরে এমবাপে মাপা ক্রস বাড়ান। ঝুঁকে বলে মাথা ছুঁইয়ে এ মৌসুমে লিগে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড।

ছয় মিনিট পর নিজেই ব্যবধান বাড়াতে পারতেন এমবাপে। কিন্তু গোলরক্ষকের ভুলে বল পেয়েও ডি-বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেন ফরাসি এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান বাড়ে। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পাস ধরে ভেরাত্তি পাঠান সামনে। এদিনসন কাভানি তা পাঠান দি মারিয়াকে। জাতীয় দল সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে ধরে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন পাস্তোরে।

৭২তম মিনিটে ভেরাত্তির বাড়ানো বল ডি-বক্সে বাঁয়ে ধরে এমবাপের নেওয়া শট পোস্টে লাগে।

৮৬তম মিনিটে ডি-বক্সের ডান দিক থেকে কোনাকুনি শটে ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দিয়েছিলেন ডাচ ফরোয়ার্ড আনোয়ার এল গাজি। তবে যোগ করা সময়ে এমবাপের গোলে জয়ের স্বস্তিতে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

সমতা টানতে মরিয়া লিলের গোলরক্ষকও উঠে গিয়েছিলেন পিএসজির সীমানায়। সেই সুযোগে বল পেয়ে দারুণ ক্ষিপ্রতায় ছুটে তিনজনকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে ফাঁকা জালে লক্ষ্যভেদ করেন তরুণ ফরাসি ফরোয়ার্ড এমবাপে।

১৭ ম্যাচে ১৪ জয় ও দুই ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।