ওয়েস্ট হ্যামের মাঠে চেলসির হার

ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমন অঞ্চলের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে হেরে গেছে চেলসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2017, 02:36 PM
Updated : 9 Dec 2017, 02:36 PM

শনিবার পয়েন্ট টেবিলের ১৯তম স্থানে থেকে খেলতে নামা ওয়েস্ট হ্যামের কাছে ১-০ গোলে হেরেছে আন্তোনিও কোন্তের দল। এবারের লিগে চেলসির এটা চতুর্থ হার, দুটি ম্যাচ ড্রও করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে চেলসি। সতীর্থের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে কোনাকুনি শটে ওয়েস্ট হ্যামের জার্সিতে প্রথম গোলটি করেন এই মৌসুমে দলটিতে যোগ দেওয়া অস্ট্রিয়ার ফরোয়ার্ড মার্কো আর্নাউটোভিচ।

পিছিয়ে পড়ার পর একের পর এক আক্রমণে স্বাগতিকদের রক্ষণে চাপ বাড়ায় চেলসি; কিন্তু বিরতির আগে কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধেও একইভাবে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণ করে ফল পায়নি চেলসি। ৮৩তম মিনিটে কাছ থেকে আলভারো মোরাতার ভলি লক্ষ্যভ্রষ্ট হলে হারের হতাশায় মাঠ ছাড়ে দলটি।

১৬ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি।

এখন পর্যন্ত লিগে অপরাজিত ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে আছে সবার উপরে। ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় ম্যানচেস্টার ইউনাইটেড।