লিভারপুলকে নেতৃত্ব দেওয়া বিশেষ কিছু: কৌতিনিয়ো

স্পার্তাক মস্কোর বিপক্ষে লিভারপুলকে নেতৃত্ব দেওয়ার পর ফিলিপে কৌতিনিয়ো জানিয়েছেন, অ্যানফিল্ডে দলের অধিনায়কের আর্মব্যান্ড পরাটা বিশেষ কিছু।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2017, 01:13 PM
Updated : 7 Dec 2017, 01:13 PM

নিজেদের মাঠে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের 'ই' গ্রুপে রাশিয়ার ক্লাবটিকে ৭-০ গোলে উড়িয়ে দেয় লিভারপুল। হ্যাটট্রিক করেন কৌতিনিয়ো; জোড়া গোল করেন সাদিও মানে। একবার করে জালে বল পাঠান রবের্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ।

এই জয়ে ২০০৮-০৯ মৌসুমের পর প্রথমবারের মতো ইউরোপ সেরা প্রতিযোগিতার নকআউট পর্বে উঠলো লিভারপুল।

ম্যাচ শেষে উয়েফা ডটকমকে কৌতিনিয়ো বলেন, "এটা বিশেষ একটা রাত ছিল। আমি আমার গোলগুলো ও পারফরম্যান্স নিয়ে খুবই খুশি।"

লিভারপুলকে নেতৃত্ব দিতে পারায় খুবই খুশি ব্রাজিলিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার।

"অধিনায়ক হওয়াটা বিশেষ কিছু- আমার মনে হয়, এখানে এটাই আমার প্রথম নেতৃত্ব দেওয়া।"

চ্যাম্পিয়ন্স লিগে পরের রাউন্ড নিয়ে নিজেদের ভাবনার কথাও জানালেন কৌতিনিয়ো।

"পরের রাউন্ডে আমরা কিছু বড় দলগুলোর মুখোমুখি হতে পারি। দেখা যাক, ড্রয়ে কারা আমাদের বিপক্ষে পড়ে।"

মস্কোর বিপক্ষে ম্যাচ শেষে সবার মুখেই শোনা গেল কৌতিনিয়োর প্রশংসা।

সতীর্থের প্রশংসায় মিডফিল্ডার এমরে কান বলেন, "এটা দুর্দান্ত এক পারফর‌ম্যান্স ছিল। শুরুতে গোল পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। এরপর আমরা খুবই ভালো করেছি। ফিলিপে কৌতিনিয়ো অসাধারণ খেলেছেন। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আক্রমণভাগের সবাই ভালো খেলেছে।"