মুক্তিযোদ্ধাকে আবারও হারাল সাইফ স্পোর্টিং
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2017 06:42 PM BdST Updated: 07 Dec 2017 08:54 PM BdST
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। লিগের নবাগত দলটি জিতেছে ২-০ গোলে।
প্রথম পর্বেও মুক্তিযোদ্ধাকে একই ব্যবধানে হারানো সাইফ ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। একাদশ হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা ৮ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে এগারতম।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি পায় মুক্তিযোদ্ধা। ৩২তম মিনিটে তৌহিদুল আলমের ক্রসে মাগালান আওয়ালার শট গোলরক্ষকের গ্লাভস থেকে বেরিয়ে যাওয়ার পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ডই। কিন্তু ফিরতি শটের আগে গোলরক্ষকের সঙ্গে মাগালানের সংঘর্ষ হওয়ায় গোল বাতিল করে ফাউলের বাঁশি বাজান রেফারি।
দ্বিতীয়ার্ধের শুরুতে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আগের দুই ম্যাচ ড্র করে আসা সাইফ স্পোর্টিং। ৪৬তম মিনিটে ওয়েডসেন আনসেলমের বাড়ানো বল ধরে চার্লস এডওয়ার্ড উইলিয়াম শেরিংহ্যাম দুই ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন।
৫২তম মিনিটে ক্রসবার পথ আগলে দাঁড়ালে ব্যবধান দ্বিগুণ করতে পারেনি সাইফ স্পোর্টিং। ওয়েডসেনের লব গোলরক্ষক ফিস্ট করতে ব্যর্থ হওয়ার পর বল ড্রপ খেয়ে ক্রসবারে লেগে ফিরে। এরপর জুয়েল রানার প্রচেষ্টাও লক্ষ্যে থাকেনি। ৬৯তম মিনিটে জুয়েলের কাটব্যাকে ওয়েডসেনের জোরালো শটও পোস্টের ওপর দিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মতিন মিয়ার দারুণ গোলে লিগে অষ্টম জয় নিশ্চিত হয় সাইফ স্পোর্টিংয়ের। বদলি নামার চার মিনিট পর নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় চার ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে