মেসির রেকর্ড স্পর্শ রোনালদোর

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গোলের সব রেকর্ড একে একে নিজের করে নিচ্ছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো। প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা এবার ভাগ বসিয়েছেন লিওনেল মেসির এক রেকর্ডে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে সর্বোচ্চ গোল এখন যৌথভাবে তাদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2017, 08:40 PM
Updated : 7 Dec 2017, 05:18 AM

৬০ গোল নিয়ে রেকর্ডটি এতদিন ছিল বার্সেলোনা ফরোয়ার্ড মেসির একার। বুধবার রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে দ্বাদশ মিনিটে দলের দ্বিতীয় গোলে সেই রেকর্ড স্পর্শ করেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে ৬০ গোল করে রেকর্ডটি ছুঁলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
 
চলতি মৌসুমে এরই মধ্যে ৯ গোল করে সবার ওপরে রয়েছেন রোনালদো। প্রতিদ্বন্দ্বী মেসির সঙ্গে বাড়িয়ে চলেছেন ব্যবধান।
 
স্পেনের শীর্ষ লিগ লা লিগায় গোল খরা চলছে রোনালদোর। চলতি মৌসুমে মাত্র দুবার বল পাঠিয়েছেন জালে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে দলকে দিচ্ছেন দুই হাত ভরে। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে গ্রুপ পর্বের ছয় ম্যাচেই করেছেন গোল।