দিবালার গোল খরায় চিন্তিত নন ইউভেন্তুস কোচ

অলিম্পিয়াকোসের বিপক্ষে ইউভেন্তুস জয় পেলেও কাটেনি দলটির ফরোয়ার্ড পাওলো দিবালার গোল খরা। তবে দ্রুতই আর্জেন্টিনার এই ফরোয়ার্ড গোল করা শুরু করবে বলে বিশ্বাস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2017, 10:03 AM
Updated : 6 Dec 2017, 10:13 AM

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে গ্রিসের অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠে ইউভেন্তুস। গতবারের রানার্সআপদের দুই গোলদাতা হুয়ান কুয়াদরাদো ও ফেদেরিকো বের্নারদেস্কি। তবে প্রতিপক্ষের জালে বল জড়াতে না পারায় প্রতিযোগিতাটিতে এ মৌসুমে এখন পর্যন্ত গোলশূন্য রইলেন দিবালা।

আর্জেন্টাইন এই খেলোয়াড়ের গোল খরা চলছে সেরি আর ম্যাচেও। লিগে নিজের প্রথম ছয় ম্যাচে ১০ গোল করলেও এরপর পেয়েছেন মাত্র ২ গোল।

সাম্প্রতিক সময়ে দিবালার এমন বাজে ফর্মেও উদ্বিগ্ন নন ইউভেন্তুস কোচ।

উয়েফা ডটকমকে আল্লেগ্রি বলেন, “পাওলোর জন্য এটা খারাপ সময়। কিন্তু তাকে অবশ্যই শান্ত থাকতে হবে। কারণ, এটা নিয়ে আমাদের কেউ চিন্তিত নই। আমরা নিশ্চিত, খুব শিগগিরই সে তার মানে ফিরবে।”

“দরকার কেবল সে যেমন অনুশীলন করছে তা চালিয়ে যাওয়া।”