স্পোর্তিংকে কষ্টে হারাল বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ড্রয়ের পর জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পোর্তিংকে লড়াই করে হারিয়েছে এরনেস্তো ভালভেরদের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2017, 09:38 PM
Updated : 5 Dec 2017, 10:38 PM

মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে কাম্প নউয়ে পর্তুগালের ক্লাবটিকে ২-০ গোলে হারিয়েছে আগেই নকআউট পর্ব নিশ্চিত করা বার্সেলোনা। সেপ্টেম্বরে স্পোর্তিংয়ে মাঠে একমাত্র আত্মঘাতী গোলে জিতেছিল কাতালান ক্লাবটি।

আরেক ম্যাচে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে বার্সেলোনার সঙ্গী হয়েছে ইউভেন্তুস। গতবারের রানার্সআপদের দুই গোলদাতা হলেন হুয়ান কুয়াদরাদো ও ফেদেরিকো বের্নাদেসচি।

গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় বার্সেলোনার জন্য ম্যাচটি শুধুই ছিল আনুষ্ঠানিকতার। তাই হয়তো ঘরের মাঠে লিওনেল মেসিকে বেঞ্চে রেখেই খেলতে নামে তারা।

দলের সেরা তারকাকে ছাড়া আক্রমণভাগে বেশ ভুগতে দেখা যায় তাদের; প্রথমার্ধে দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রাখলেও কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

বিরতির পরও একইভাবে চলতে থাকা ম্যাচের ৫৯তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। দেনিস সুয়ারেসের কর্নারে হেডে গোলটি করেন পাকো আলকাসের।

দুই মিনিট পর আলেইশ ভিদালকে বসিয়ে মেসিকে নামান কোচ। পরের মিনিটেই গোল খেতে বসেছিল স্বাগতিকরা; তবে ছয় গজ বক্সের মধ্য থেকে বাস দস্তের শট পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়াসপের সিলেসেন।

৮২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির জোরালো বাঁকানো শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক রুই পাত্রিসিও। সাত মিনিট পর আলকাসেরের কোনাকুনি শট এক জনের পায়ে লেগে দিক পাল্টে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

যোগ করা সময়ে নিজেদের ভুলে দ্বিতীয় গোলটি খায় অতিথিরা। বাঁ-দিক থেকে সুয়ারেসের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে পাঠান সাবেক বার্সেলোনা ডিফেন্ডার জেরেমি মাথিউ।

অপরাজিত থেকেই পরের রাউন্ডে পা রাখলো বার্সেলোনা। ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ১৪। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় ইউভেন্তুস।

৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া স্পোর্তিং খেলবে ইউরোপা লিগে। আগেই সব সম্ভাবনা শেষ হয়ে যাওয়া অলিম্পিয়াকোসের পয়েন্ট ১।