'ইকার্দির ব্যাপারে মিলানের সঙ্গে যোগাযোগ করেনি রিয়াল'

মাউরো ইকার্দির ব্যাপারে রিয়াল মাদ্রিদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি বলে জানিয়েছেন ইন্টার মিলানের ক্রীড়া বিষয়ক পরিচালক পিয়েরো আউজিলিও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2017, 06:52 PM
Updated : 4 Dec 2017, 06:52 PM

এ মৌসুমে আশানুরূপ গোল পাচ্ছে না লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লিগে এখন পর্যন্ত মাত্র ৪টি গোল করেছেন দলটির আক্রমণভাগের দুই তারকা করিম বেনজেমা ও ক্রিস্তিয়ানো রোনালদো। আর চোটের কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হচ্ছে গ্যারেথ বেলকে।

অন্যদিকে, নিয়মিত গোল করে চলেছেন ইন্টার অধিনায়ক ইকার্দি। চলতি সেরি আয় এখন পর্যন্ত ১৫ ম্যাচে ১৬ গোল করেছেন দারুণ ছন্দে থাকা এই স্ট্রাইকার। দুর্দান্ত এই ফর্মের কারণেই আর্জেন্টাইন এই খেলোয়াড়কে রিয়াল দলে টানতে চায় বলে সংবাদ মাধ্যমের খবর। ইকার্দিকে দলে টানতে ১১ কোটি ইউরোর একটি প্রস্তাব দিতেও নাকি প্রস্তুত চ্যাম্পিয়ন লিগ জয়ীরা।

এসব গুঞ্জন মোটেও আমলে নিচ্ছেন না আউজিলিও। ইকার্দি ইন্টার ছাড়তে কোনো কিছুতে প্রলুব্ধ হবেন না বলেও বিশ্বাস তার।

"ইন্টারে থাকার জন্য তাকে বোঝানোর দরকার নেই আমাদের। কেননা, এখানে তার দীর্ঘ সময়ের একটি চুক্তি আছে এবং তার ইচ্ছাও পরিষ্কার।"

"সে আমাদের অধিনায়ক। এই জার্সি গায়ে সে শিরোপা জিততে চায়।… মাদ্রিদ আমাদের সঙ্গে কথা বলেনি। তবে সেক্ষেত্রে মাউরোকে তাদের বোঝাতে হতো। কেননা সেই মুল ব্যক্তি।"