জাতীয় দাবায় জমে উঠেছে রাজীব-রাকিবের লড়াই

দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আব্দুল্লাহ আল রাকিবের মধ্যে জাতীয় দাবার শ্রেষ্ঠত্বের লড়াই জমে উঠেছে। একাদশ রাউন্ড শেষে ৯ করে পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2017, 03:44 PM
Updated : 3 Dec 2017, 03:45 PM

১৩ রাউন্ডের এই প্রতিযোগিতায় বাকি আছে আর ‍দুই রাউন্ডের খেলা।

দাবা ফেডারেশনে রোববার জয় পেয়েছেন তিন গ্র্যান্ডমাস্টার। এসএম স্মরণের বিপক্ষে রাজীব এবং ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগের বিপক্ষে জিতেন রাকিব।

সেরার লড়াইয়ে টিকে আছেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা জিয়া একাদশ রাউন্ডে ফিদে মাস্টার নাসির আহমেদকে হারান।

অন্য ম্যাচে ফিদে মাস্টার আমিনুল ইসলাম শরীফ হোসেনকে, ফিদে মাস্টার ফাহাদ রহমান  ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিলকে হারান।

ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনকে হারিয়ে একাদশ রাউন্ডে চমক উপহার দিয়েছেন ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ।

মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনের সাথে ড্র করেন।