লা লিগায় রামোসের লাল কার্ডের রেকর্ড

অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়েছেন সের্হিও রামোস। লা লিগায় সবচেয়ে বেশি বার লাল কার্ড দেখেছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2017, 10:29 AM
Updated : 3 Dec 2017, 10:29 AM

স্পেনের শীর্ষ লিগে এ পর্যন্ত ১৯ বার বহিষ্কার হয়েছেন রামোস। চলতি মৌসুমের লিগে দ্বিতীয়বার লাল কার্ড পেলেন তিনি।

সর্বোচ্চ লাল কার্ড পাওয়ার আগের রেকর্ডটি রামোসসহ যৌথভাবে ছিল বার্সেলোনা ও সেভিয়ার সাবেক ডিফেন্ডার পাবলো আলভারো ও রিয়াল জারাগোজার ডিফেন্ডার চাভি আগুয়াদোর। 

শনিবার রাতে আতলেতিক বিলবাওয়ের মাঠে গোলশূন্য ড্র ম্যাচের ৮৬তম মিনিটে আদুরিসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রামোস। শুরুর দিকে প্রথম হলুদ কার্ডটি পেয়েছিলেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

এ কারণে আগামী সপ্তাহে সেভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না রামোস।

১৪ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সেভিয়া। 

শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৬। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা ভালেন্সিয়া।

আর ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ আছে তৃতীয় স্থানে।