ইউভেন্তুসের গোলের রেকর্ড

নাপোলির মাঠে জয়ের ম্যাচে সেরি আয় গোল করার নতুন ইতিহাস গড়েছে ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2017, 07:49 AM
Updated : 2 Dec 2017, 07:49 AM

ইতালির শীর্ষে লিগে এ নিয়ে টানা ৪৪ ম্যাচে গোল করলো বর্তমান চ্যাম্পিয়নরা।
 
শুক্রবার রাতে গনসালো হিগুয়াইনের একমাত্র গোলে স্বাগতিকদের হারায় ইউভেন্তুস। এতে শীর্ষে থাকা নাপোলির সঙ্গে পয়েন্টের ব্যবধান এখন ১ টানা ছয়বারের চ্যাম্পিয়নদের।
 
ম্যাচের দ্বাদশ মিনিটে স্বদেশি পাওলো দিবালার পাস থেকে ইউভেন্তুসের হয়ে গোলটি করেন হিগুয়াইন। এই নিয়ে লিগে শেষ পাঁচ ম্যাচে ৬ গোল করলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। তার এই গোলেই প্রতিযোগিতাটিতে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড গড়ে ইউভেন্তুস। 
 
এই জয়ে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউভেন্তুস। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে নাপোলি। ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান।