শেষ মুহূর্তের গোলে ম্যান সিটির জয়

ঘরের মাঠে পয়েন্ট হারাতে বসেছিল দারুণ ছন্দে এগিয়ে চলা ম্যানচেস্টার সিটি। তবে সাউথ্যাম্পটনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2017, 10:32 PM
Updated : 29 Nov 2017, 10:55 PM

ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। লিগে এটা তাদের টানা দ্বাদশ জয়।

নিজেদের মাঠে ত্রয়োদশ মিনিটেই গোল খেতে বসেছিল ম্যানচেস্টার সিটি। তবে ডাচ ডিফেন্ডার ভেসলি হুতের হেড ক্রসবারে লাগলে বেঁচে যায় গুয়ার্দিওলার দল।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। বাঁ-দিক থেকে কেভিন ডি ব্রুইনের বাঁকানো ফ্রি-কিক ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেন ডাচ ডিফেন্ডার ভিরজিল ফন ডাইক।

৭৫তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ওরিওল রোমেউয়ের গোলে সমতায় ফেরে সাউথ্যাম্পটন।

পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যাওয়া সিটি অবশেষে ম্যাচের একেবারে শেষ দিকে জয়সূচক গোলের দেখা পায়। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ডি ব্রইনের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া ডি-বক্সের বাইরে থেকে দারুণ কোনাকুনি উঁচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং।

১৪ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামা সবকটি বড় দলই জয় পেয়েছে। এমিরেটস স্টেডিয়ামে অলিভিয়ে জিরুদের জোড়া গোলে নবাগত হাডার্সফিল্ড টাউনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। স্টোক সিটির মাঠে ৩-০ গোলের বড় জয় পেয়েছে লিভারপুল। আর ঘরের মাঠে সোয়ানসি সিটিকে ১-০ গোলে হারিয়েছে চেলসি।

নয় জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল।

সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইয়ুর্গেন ক্লপের দল লিভারপুল। ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে বার্নলি। সপ্তম স্থানে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ২৪।

আরেক ম্যাচে ওয়েইন রুনির হ্যাটট্রিকে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এভারটন।