‘এখন রিয়ালে যাওয়া সম্ভব না নেইমারের’

নিকট ভবিষ্যতে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়া নেইমারের জন্য সম্ভব না বলে জানিয়েছেন তার বাবা।    

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2017, 01:47 PM
Updated : 29 Nov 2017, 01:47 PM

গত অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে নাম লেখান নেইমার।  

প্যারিসের ক্লাবটির হয়ে প্রথম মৌসুমেই দারুণ খেলছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ১৫ ম্যাচে করেছেন ১৪ গোল।

এরপরও গুঞ্জন, পিএসজিতে সুখে নেই নেইমার। সতীর্থ স্ট্রাইকার এদিনসন কাভানি ও কোচ উনাই এমেরির সঙ্গে বনিবনা হচ্ছে না তার।

এর মধ্যে স্প্যানিশ ফুটবল ম্যাগাজিন দন বালন এক প্রতিবেদনে জানিয়েছে, মৌসুম শেষে নেইমারকে দলে টানতে পিএসজিকে ২৫ কোটি ইউরোর একটি প্রস্তাব দেওয়ার ভাবছে রিয়াল। এর জন্য অর্থ জোগাড় করতে গ্যারেথ বেল, হামেস রদ্রিগেস, করিম বেনজেমা ও রাফায়েল ভারানেকে বিক্রি করে দিতে পারে ক্লাবটি।

অপর একটি সংবাদ মাধ্যমের ‌দাবি, নেইমারকে সান্তিয়াগো বের্নাবেউয়ে আনার পথ সহজ করতেই নাকি এই খেলোয়াড়কে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। 

নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন প্রশ্নে ফক্স স্পোর্ট ব্রাজিলকে নেইমার সিনিয়র বলেন, “এখন আমাদের এমন ভাবনা নেই। পাঁচ-ছয় বছরের মধ্যে আমি এ ব্যাপারে আলাপ-আলোচনার কথা বলতে পারবো না।”

“পিএসজির সঙ্গে নেইমারের লম্বা একটা চুক্তি আছে। সে কেবল এল। তিন মাস হলো আমরা এখানে আছি। এর মধ্যেই বলা হচ্ছে, ক্লাবটি ছেড়ে দিচ্ছে সে। এই ধরনের ব্যাপারগুলোর জবাব দেওয়া মানুষের জন্য কঠিন।”