পুঁচকে ফুয়েনলাব্রাদায় হোঁচট খেয়ে শেষ ষোলোয় রিয়াল

খারাপ সময়ের মধ্য দিয়ে পথচলা রিয়াল মাদ্রিদ এবার তৃতীয় সারির দল ফুয়েনলাব্রাদার বিপক্ষে হোঁচট খেয়েছে। তবে দুই লেগ মিলিয়ে পাওয়া জয়ে কোপা দেল রের শেষ ষোলোয় উঠে গেছে জিনেদিন জিদানের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2017, 10:34 PM
Updated : 28 Nov 2017, 11:22 PM

পুঁচকে ফুয়েনলাব্রাদার বিপক্ষে প্রথম পর্বে লড়াই করে জিতেছিল রিয়াল। এবার সেটাও পারলো না লা লিগা চ্যাম্পিয়নরা। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে চতুর্থ রাউন্ডের ফিরতি পর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে পঞ্চম রাউন্ডে উঠেছে রিয়াল। গত মাসে প্রতিপক্ষের মাঠে হওয়া প্রথম লেগে দ্বিতীয়ার্ধে দুই পেনাল্টি গোলে জিতেছিল স্পেনের সফলতম ক্লাবটি।

ঘরের মাঠে ম্যাচের শুরুর দিকেই গোল খেয়ে বসে সেরা একাদশের প্রায় সবাইকে বিশ্রামে রেখে তরুণদের নিয়ে নামা রিয়াল। ২৫তম মিনিটে অনেক দূর থেকে জোরালো শটে বল জালে পাঠান লুইস মিয়া। চোট কাটিয়ে ফেরা গোলরক্ষক কেইলর নাভাস বলে হাত লাগালেও রুখতে পারেননি।

চোটের কারণে দুই মাস দলের বাইরে থাকা গ্যারেথ বেলকে ৬২তম মিনিটে বদলি নামান কোচ। খানিক পর ওয়েলসের এই ফরোয়ার্ডের দারুণ ক্রসেই হেড করে সমতা ফেরান বোরহা মায়োরাল।

আট মিনিট পর বেলের শট গোলরক্ষকের গায়ে লেগে ফেরার পর বল ধরে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে দেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড মায়োরাল।

৮৯তম মিনিটে রিয়াল সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ম্যাচে সমতা টানেন পোর্তিয়া।