সৌদি আরবের কোচ হলেন পিস্সি

চিলিকে বিশ্বকাপে তুলতে না পারলেও রাশিয়া বিশ্বকাপের ডাগআউটে ঠিকই দেখা যাবে হুয়ান আন্তোনিও পিস্সিকে। আর্জেন্টিনায় জন্ম নেওয়া স্পেনের সাবেক এই স্ট্রাইকারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সৌদি আরব।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2017, 01:58 PM
Updated : 28 Nov 2017, 02:00 PM

আর্জেন্টাইন কোচ এদগার্দো বাউসাকে গত সপ্তাহে বরখাস্ত করে দেশটির ফুটবল সংস্থা। তারই উত্তরসূরি হিসেবে যোগ দিচ্ছেন পিস্সি।

চিলিকে গত বছর কোপা আমেরিকার শিরোপা জেতানো পিস্সির অধীনে ২০১৮ বিশ্বকাপে অংশ নিবে সৌদি আরব। ২০০৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলতে যাচ্ছে তারা। এর আগে ১৯৯৪ থেকে ২০০৬ পর্যন্ত টানা চারবার বিশ্বকাপ খেলা দেশটির সর্বোচ্চ সাফল্য শেষ ষোলোয় খেলা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে চিলির বাদ পড়ার দায় মাথায় নিয়ে গত মাসে সরে দাঁড়িয়েছিলেন ৪৯ বছর বয়সী পিস্সি।