শীঘ্রই অনুশীলনে ফেরার আশা দেম্বেলের

চোট কাটিয়ে দুই সপ্তাহের মধ্যে পুরোদমে অনুশীলনে ফেরার আশা বার্সেলোনার ফরোয়ার্ড উসমানে দেম্বেলের। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2017, 12:20 PM
Updated : 27 Nov 2017, 12:26 PM

মৌসুমের শুরুতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে কাতালুনিয়ার ক্লাবটিতে নাম লেখানো ফরাসি এই খেলোয়াড় সেপ্টেম্বরে বাঁ উরুর ফেমোরাল বাইসেপের টেন্ডন ছিড়ে মাঠের বাইরে ছিটকে পড়েন।

সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা ২০ বছর বয়সী এই খেলোয়াড় সম্প্রতি তার সাবেক ক্লাব রেনে বেড়াতে গিয়েছিলেন। ওখানে নিজের চোট প্রসঙ্গে তিনি বলেন, "আরও দুই সপ্তাহ লাগবে। এরপর আমি দলের সঙ্গে অনুশীলন করব।"

অগাস্টে নেইমার রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে চলে গেলে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের শূন্যতা ঘোচাতে দেম্বেলেকে দলে টানে বার্সেলোনা। তবে শুরুতেই চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান তরুণ এই ফরোয়ার্ড। অবশ্য তার অনুপস্থিতিতে দারুণ খেলছে এরনেস্তো ভালভেরদে দল।

লা লিগায় ভালেন্সিয়ার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ হাতে রেখে এরই মধ্যে নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো।

পুনর্বাসন প্রক্রিয়া ঠিক থাকলে লিগে মৌসুমের প্রথম ক্লাসিকোতে খেলার সম্ভাবনা আছে দেম্বেলের। আগামী ২৩ ডিসেম্বর রিয়াল মাদ্রিদের মাঠে খেলতে যাবে বার্সেলোনা।