সানচেসের শেষ মুহূর্তের গোলে আর্সেনালের জয়

মৌসুমের শুরু থেকে বারবার হোঁচট খাওয়া আর্সেনাল বার্নলির মাঠেও পয়েন্ট হারাতে বসেছিল। তবে আলেক্সিস সানচেসের শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় নিয়ে ফিরেছে আর্সেন ভেঙ্গারের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2017, 03:59 PM
Updated : 26 Nov 2017, 06:45 PM

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল।

এ মাসের শুরুতে লিগে ম্যানচেস্টার সিটির মাঠে ৩-১ গোলে হারের পর আন্তর্জাতিক বিরতি শেষে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে জয় পায় আর্সেনাল। কিন্তু গত বৃহস্পতিবার ইউরোপা লিগে জার্মানির ক্লাব কোলনের মাঠে ফের হেরে বসে ভেঙ্গারের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে পঞ্চদশ মিনিটেই গোল খেতে বসেছিল আর্সেনাল। নাচো মনরিলকে কাটিয়ে আইসল্যান্ডের মিডফিল্ডার ইয়োহান বার্গের নেওয়া জোরালো শট গোলরক্ষক পেতর চেকের হাতে লেগে পোস্টে বাধা পেলে বেঁচে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধে দুই দলের খেলায়ই ছন্দের অভাব ছিল। এর মাঝে উভয় দল একটি করে সুযোগ পেলেও নির্ধারিত সময়ে সাফল্যের দেখা মেলেনি।

অবশেষে যোগ করা সময়ে সফল স্পট কিকে জয়সূচক গোলটি করেন সানচেস। বার্নলির ডি-বক্সে অ্যারন র‌্যামজি ফাউলের শিকার হলে পেনাল্টিটা পায় আর্সেনাল।

১৩ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আর্সেনাল।

নয় জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি।

পঞ্চম স্থানে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ২৪। ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে লিভারপুল।