গোল্ডেন শু জিতে সতীর্থদের প্রসংশায় মেসি

ইউরোপিয়ান ফুটবলের চতুর্থ গোল্ডেন শু হাতে পাওয়ার পর লিওনেল মেসি তার বার্সেলোনা সতীর্থদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।   

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2017, 11:31 AM
Updated : 25 Nov 2017, 02:11 PM

গত মৌসুমে লা লিগায় ৩৪ ম্যাচে ৩৭ গোল করে পুরস্কারটি নিজের করে নেন আর্জেন্টাইন এই ফুটবলার। এই সম্মাননা জেতার তালিকায় তারকা এই ফরোয়ার্ড ধরে ফেলেছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানোকে। পর্তুগালের এই ফরোয়ার্ডের শোকেসেও রয়েছে চারটি গোল্ডেন শু।

এর আগে ২০১০, ২০১২ ও ২০১৩ সালে ইউরোপের ঘরোয়া শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক গোল করে মহাদেশীয় এই গোল্ডেন শু জেতেন মেসি। সতীর্থদের সহায়তা ছাড়া এমন ধারাবাহিকভাবে গোল করে যেতে পারতেন না বলে জানালেন পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার।

“আমি সবসময় বলি, ব্যক্তিগত পুরস্কারগুলো দলের কারণেই জেতা হয়। দল ভালো করলে এই পুরস্কারগুলোও তুলে ধরার ভাগ্য হয় আমাদের।”

“এই পুরস্কার সবার। তাদের ছাড়া গত মৌসুমে গোলগুলো করতে পারতাম না। এই পুরস্কার পুরো দলের জন্য।”

এবারের লা লিগায়ও দারুণ খেলছেন মেসি। এখন পর্যন্ত ১২ ম্যাচে ১২ গোল করে লিগে গোলদাতাদের তালিকায় সবার উপরে আছেন। 

নিজের এই ফর্ম নিয়ে মেসি বলেন, “আমি সবসময় বলি, আমি নিজেকে একজন স্ট্রাইকার মনে করি না। এতগুলো গোল করাতে আমি ভাগ্যবান। আমি মনে করি, মাঠ ও মাঠের বাইরে আমি পরিপক্ক হয়েছি। আমি আরও ভালো করছি, আমার খেলায় আরও কিছু যোগ করছি। প্রতি দিনই একজন ফুটবলার হতে পারার আনন্দটা আরও বেশি উপভোগ করছি।”