শেখ রাসেলকে আবারও হারাল শেখ জামাল

শেখ রাসেল ক্রীড়া চক্রকে আবারও হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে ২-১ গোলে জিতেছে মাহবুব হোসেন রক্সির দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2017, 03:07 PM
Updated : 23 Nov 2017, 03:07 PM

প্রথম পর্বেও একই ব্যবধানে জিতেছিল ২০১৫ সালের লিগ চ্যাম্পিয়নরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ম্যাচের তৃতীয় মিনিটে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় শেখ জামাল। ইয়াসিন খানের লব ধরে হেড দিয়ে বল একটু এগিয়ে নিয়ে এক ডিফেন্ডারকে কাঁটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইন।

প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে জাকি সারহানের গোলে সমতায় ফেরে আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে আসা শেখ রাসেল। সোহেল রানার ক্রসে মিশরের এই ফরোয়ার্ডের নেওয়া হেড গোললাইনে থাকা ডিফেন্ডার খান মোহাম্মদ তারার পা হয়ে জালে জড়ায়।

গোলরক্ষক মাকসুদুর রহমানের ভুলে ৫৩তম মিনিটে ফের এগিয়ে যায় আগের তিন লিগ ম্যাচ জেতা শেখ জামাল। ডান দিক থেকে জাহেদ পারভেজ চৌধুরীর বাঁকানো কর্নার গোলরক্ষক ঠিকঠাক পাঞ্চ করতে ব্যর্থ হওয়ায় বল গ্লাভস ছুঁয়ে ঠিকানা খুঁজে পায়।

৭৯তম মিনিটে মাকসুদুরের দারুণ সেভে ব্যবধান বাড়াতে পারেনি শেখ জামাল। সতীর্থের সঙ্গে বল দেওয়া নেওয়া করে আক্রমণে ওঠা সলোমন কিংয়ের শট ফেরান গোলরক্ষক।

১৪ ম্যাচে দশম জয় পাওয়া শেখ জামাল ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী। পঞ্চম হারের স্বাদ পাওয়া শেখ রাসেল ১৯ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

বৃহস্পতিবার প্রথম ম্যাচে সিও জুনাপিওর জোড়া গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৩-০ ব্যবধানে হারায় ব্রাদার্স ইউনিয়ন।