এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে সেরা দশে থাকার লক্ষ্য বাংলাদেশের

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী শনিবার ৩৫ দেশের প্রতিযোগী নিয়ে শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো এশিয়ান আর্চারির সর্বোচ্চ প্রতিযোগিতা আয়োজন করছে বাংলাদেশ। নিজেদের মাঠে খেলা বলেই বাংলাদেশের লক্ষ্য ৩৫ দেশের মধ্যে সেরা দশে থাকা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2017, 12:46 PM
Updated : 23 Nov 2017, 12:46 PM

রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগের ১০টি ইভেন্টের জন্য বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ১৮ জনের দল ঘোষণা করেছে ফেডারেশন। এই চ্যাম্পিয়নশিপের মধ্যেই হবে আগামী বছর আর্জেন্টিনায় হতে যাওয়া যুব অলিম্পিকের বাছাই। এ জন্যও চার জনের দল দিয়েছে বাংলাদেশ।

এশিয়ান আর্চারিতে বাংলাদেশের কোনো পদক নেই। ২০১৫ সালে থাইল্যান্ডের ব্যাংককে হওয়া প্রতিযোগিতায় রিকার্ভ বোয়ে সেরা আটে উঠেছিলেন রোমান সানা। গত জানুয়ারিতে নিজেদের মাঠে হওয়া আইএসএসএফ ইন্টারন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ বোয়ের দলগত ইভেন্টের সোনা জেতা রোমান জানালেন ভালো কিছুর আশাবাদ।

“২০১৫ সালে থাইল্যান্ডে হওয়া প্রতিযোগিতার সেরা চারে ওঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার কিম হাঙ্কের কাছে হেরেছিলাম; সে ছিল এক নম্বর খেলোয়াড় ছিল। এবার লক্ষ্য সেমিফাইনাল। কপাল ভালো হলে কিংবা আবহাওয়া অনুকূলে থাকলে ভালো করা সম্ভব।”

আইএসএসএফ ইন্টারন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপের গত আসরে দলগত ইভেন্টের পাঁচটি সোনার সবগুলোর সঙ্গে হীরা মনির হাত ধরে মেয়েদের রিকার্ভের সোনা জিতেছিল বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব আহমেদ চপল ‘সেরা দশে’ থাকার কথা জানান। কোচ নিশীথ দাসেরও আস্থা আছে শিষ্যদের ওপর।

“এ টুর্নামেন্ট সামনে রেখে আমরা টঙ্গীতে আট মাসের মতো অনুশীলন করেছি। প্রস্তুতি ভালো হয়েছে। রোমানের ওপর আমার দৃঢ় বিশ্বাস আছে। মেয়ে আর্চাররাও ভালো করবে বলে মনে করি আমি।”

মঙ্গোলিয়া ও কুয়েতের আর্চাররা চলে এসেছেন এরই মধ্যে। অলিম্পিকে পদক পাওয়া তিন তীরন্দাজ নিয়ে দক্ষিণ কোরিয়া আসছে বলে জানিয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা। সংস্থাটির সভাপতি মইনুল ইসলাম দিয়েছেন দলগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি।

“দলগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। এ বিষয় নিয়ে পুলিশের উচ্চ পর্যায়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। দলগুলোর জন্য যাবতীয় ব্যবস্থা থাকবে।”

রিকার্ভ পুরুষ দল: রোমান সানা, ইব্রাহিম শেখ রেজওয়ান, তামিমুল ইসলাম এবং হাকিম আহমেদ রুবেল।

রিকার্ভ নারী দল: বিউটি রায়, রাদিকা আক্তার শাপলা, নাসরিন আক্তার, নাসরিন আক্তার এবং রাবেয়া খাতুন।

কম্পাউন্ড দল পুরুষ: আবুল কাশেম মামুন, মিলন মোল্লা, নাজমুল হুদা এবং এহসান আহমেদ।

কম্পাউন্ড দল নারী: সুস্মিতা বণিক, রোকসানা আক্তার, বন্যা আক্তার এবং বিপাশা আক্তার।

যুব অলিম্পিক দল: রাদিকা আক্তার শাপলা, ইব্রাহিম শেখ রেজওয়ান, রাবেয়া খাতুন, সাকিব মোল্লা এবং ইতি খাতুন।